রাস্তার দাবিতে পোস্টারে ভোট বয়কটের ডাক

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পূর্বস্থলী থানার অন্তর্গত মেড়তলা পঞ্চায়েতের দেবনগর গ্রামের বাসিন্দারা গ্রামে রাস্তা না থাকার অভিযোগে বিভিন্ন অংশে পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিলেন। গ্রামের বিভিন্ন অংশে দেবনগর ২২৩ নম্বর বুথের সকল গ্রামবাসী ভোট বয়কটের ডাক দেন।
গ্রামবাসীদের দাবি, গ্রামে বসতি স্থাপন হওয়ার পর থেকে গ্রামে নেই কোনও রাস্তা। স্বভাবতই আলপথে গ্রামের মধ্যে দিয়ে করতে হয় যাতায়াত। অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মাঝেই সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামের মানুষকে। আর তার ওপর ওই রাস্তার পাশ দিয়ে ফাঁকা বিভিন্ন জমিতে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে মাটি মাফিয়ারা। যার ফলে রাস্তার অবস্থা হয়েছে আরও বেহাল। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যেতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে ßুñল ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে, বিধানসভা ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের রাস্তার কথা বললে, মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। আর সেই কারণেই প্রায় ৩৭০ এর ওপর এই এলাকায় থাকা ভোটার ভোট বয়কটে সামিল হয়েছে। রাস্তা তৈরি না হলে তাঁরা লোকসভা নির্বাচনে কোনও মতেই এবার ভোট দেবেন না বলে দাবি এলাকাবাসীদের। শুধু রাস্তা খারাপই নয়, এলাকায় ঠিক মতো নেই জল, পারাপারের জন্য পর্যাপ্ত নৌকো সহ রয়েছে একাধিক সমস্যা। এলাকাবাসীদের দাবি, দেবনগর থেকে শংকরপুর ঘাট, অপর দিকে দেবনগর থেকে মেড়তলা ঘাট এই রাস্তা দুইটি অবিলম্বে তৈরি করতে হবে। তা না হলে তারা কোন রকম ভাবে ভোটদানে অংশগ্রহণ করবে না। স্বভাবতই ভোট বয়কটের মতন সিদ্ধান্তে সমস্ত রাজনৈতিক দলগুলি কার্যত অস্বস্তিতে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =