বুধবার রাতে রাজধানী কাবুলের (Kabul) একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তানের উত্তরাঞ্চল শহরের মাজার-ই-শরিফে একই সঙ্গে তিনটি মিনিবাসে বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি আফগানিস্তানের বালখ প্রদেশে অবস্থিত মাজার-ই-শরিফের প্রধান শহরে বিস্ফোরণের বিষয়ে বলেন, শহরের বিভিন্ন স্থানে তিনটি মিনিবাসে অত্যন্ত কার্যকরী বোমা রাখা হয়েছিল। এই তিনটি মিনিবাসে একের পর এক বিস্ফোরণ (Blast) ঘটতে থাকে। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরা ছাড়াও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বালখ প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেন, মিনিবাসে বিস্ফোরণে নিহতদের মধ্যে তিনজন মহিলা ছিলেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর রাতে রাজধানী কাবুলের একটি মসজিদের ভেতরে প্রচণ্ড বিস্ফোরণে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। মসজিদের ফ্যানের ভেতরে বোমা রাখা ছিল বলে জানা গিয়েছে।