খড়্গপুরে শ্যুট আউটের ঘটনা, আহত ব্যাঙ্ক কর্মী

পঞ্চায়েত নির্বাচনের আগে শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য খড়গপুরে। এদিন প্রকাশ্য দিবালোকে এক ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চালানো হল গুলি। সোমবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কয়তায়। এই ঘটনায় গুরুতর আহত ব্যাঙ্ককর্মীর নাম অভিজিৎ ভূঁইয়া। কোনও আর্থিক কারণ নাকি ব্যক্তিগত কোনও শত্রুতার জন্য এমন শ্যুট আউটের ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ।

খড়্গপুর পুলিশ সূত্রে খবর, সোমবার খড়গপুর দু নম্বর ব্লকের কয়তা এলাকায় এক ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে খড়গপুর ২ নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় বাইক নিয়ে লোনের টাকা কালেকশন করতে যাচ্ছিলেন অভিজিৎ ভূঁইয়া নামে এক ব্যাঙ্ক কর্মী। সেই সময় পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি নিয়ে আসা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। এরপর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

এদিকে রাজ্য পুলিশের তরফ থেকে তদন্তে নেমে প্রথমেই খোঁজ নেওয়ার চেষ্টা চলছে ওই ব্যক্তির সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা সে সম্পর্কে। ঘটনাটির পেছনে অন্য কোনও কারণ ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে গুলি চালনার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত নির্বাচনের আগে শ্যুট আউটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এই সূত্রেই সামনে আসে গত নভেম্বরের ঘটনাও। খড়্গপুর গ্রামীণ সংলগ্ন জকপুর এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর গভীর রাতে ঘটে শ্যুট আউটের ঘটনা। জাতীয় সড়কের ওপরে একটি ট্রাকের চালক ও খালাসিকে লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। নাজমুল সাকিল নামে ট্রাকের খালাসির মাথায় গুলি লাগে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল এবং পরে কলকাতার পি.জি হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =