কলকাতা : মঙ্গলবার দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। এর আহ্বায়ক ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) হেডকোয়ার্টার জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক।
সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রতীকী অনশনের কথা বলা হয়েছে। আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে এই কর্মসূচি।
এদিকে, সোমবার সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ৪৮ ঘণ্টা প্রতীকী কর্মবিরতি শুরু হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকছে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। অ্যাপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতি হয় উডল্যান্ডস, সিএমআরআই, বিএম বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে। আংশিক কর্মবিরতি চলে সল্টলেকের মনিপাল হাসপাতাল, পিয়ারলেস হাসপাতালেও।