জলপাইগুড়ির (jalpaiguri) মেটেলিতেখাবারের খোঁজে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল চিতাবাঘ (leopard)। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা ভবেশ্বরপাড়া এলাকার। স্থানীয় বাবুল হোসেনের বাড়ির দোতলায় উঠে পরে চিতাটি । তবে এক্ষেত্রে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আতঙ্কিত এলাকাবাসীরা ।
এতদিন খাবারের খোঁজে চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল, মুরগি সাবাড় করত। কিন্তু এবার রীতিমতো ঘরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠল চিতাবাঘ। ঘটনাটি মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা ভবেশ্বরপাড়া এলাকার। জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ১টা নাগাদ একটি চিতাবাঘ খাবারের খোঁজে ঢুকে পড়ে এলাকার বাবুল হোসেনের বাড়িতে। ওই সময় বৃষ্টি হচ্ছিল। নীচে চিতাবাঘটি কোনও খাবার না পেয়ে সোজা সিঁড়ি দিয়ে কাঠের দোতলা ঘরের বারান্দায় উঠে পড়ে। সেখানেও খাবার না পেয়ে আবার সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে। ওই সময় ঘর কেঁপে ওঠায় বাবুল হোসেনের ছেলে তজমল হক দরজা খুলে দেখতে পান চিতাবাঘটি বাড়ি থেকে বের হচ্ছে। ওই এলাকাটির পাশেই রয়েছে কয়েকদিন ছোট চা বাগানও। মাঝেমধ্যেই চিতাবাঘ বাড়িতে ঢুকে ছাগল, মুরগি নিয়ে যায়। কিন্তু এবার একেবারে দোতলায় উঠে যাওয়ায় এলাকাবাসীরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বনদপ্তর।