মাত্র ২৪ ঘন্টার ব্যবধান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার ভুলে ঘুরে দাঁড়াল ভারতের মহিলা দল। শনিবার সিলেটে একপেশে ম্যাচে বাংলাদেশের মহিলা দলকে ৫৯ রানে হারিয়ে দিলেন স্মৃতি মন্ধানার বাহিনী। এই জয়ের ফলে মহিলাদের চলতি এশিয়া কাপের সেমিফাইনালে কার্যত নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হলেন শেফালি বার্মা।
সিলেটে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। তাঁর বদলে এদিন অধিনায়কত্ব করেন স্মৃতি মন্ধানা। টস জিতে স্মৃতি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শুরুটা দুর্দান্ত করে ভারত। আগের দিনের বাদ পড়া ওপেনার শেফালি প্রথম একাদশে ফিরেই ৪৪ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। অধিনায়ক স্মৃতিও মাত্র ৩৮ বলে ৪৭ রান করেন। ভাল ফর্মে থাকা জেমাইমা রডরিগেজ এদিন মাত্র ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানে পৌঁছে যায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ওপার বাংলার মেয়েদের প্রথম উইকেট পড়ে দশম ওভারে। ৯ ওভারে তারা মাত্র ৪৫ রান তোলে। সেই রানের ঘাটতি আর পূরণ হয়নি। এরপর স্কোরবোর্ডের চাপে একের পর এক উইকেট খোয়াতে থাকে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা (৩৬) ছাড়া আর কেউই সেভাবে রুখে দাঁড়াতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারত জেতে ৫৯ রানে।