ডেঙ্গি রুখতে এলাকা পরিদর্শনে বিডিও

অন্ডাল : ডেঙ্গি সহ কীটপতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ সহ সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার হালহকিকত জানতে বুধবার অন্ডাল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন বিডিও সহ প্রশাসনের বিশেষ দল। এদিন সকাল আটটা থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিদর্শনের কাজ চলে। পাশাপাশি বিভিন্ন এলাকায় স্প্রে করা হয় কীটনাশক। সাধারণত বর্ষার মরশুমে ডেঙ্গি সহ কীটপতঙ্গ বাহিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়। অপরিষ্কার নিকাশি নালা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এই রোগ বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েত এলাকার নিকাশি নালা, আইসিডিএস কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে। সেই নির্দেশ মেনেই এদিন অন্ডাল ব্লকের আটটি পঞ্চায়েত এলাকাতেই বিশেষ দল তৈরি করে পরিদর্শন করা হয় বলে জানান বিডিও সুদীপ্ত বিশ্বাস। পাশাপাশি তিনি জানান, সংগৃহীত রিপোর্ট মহকুমাশাসকের কাছে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fourteen =