চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিয়ো ফাঁস-কাণ্ডে গ্রেপ্তার ২, বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিয়ো ফাঁস কাণ্ডে সিমলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এই মামলায় এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হল। এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ।

এই যুবক থাকেন সিমলার রোহরুতে। এর আগে যে তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও একই এলাকার বাসিন্দা। পঞ্জাব পুলিশ আগেই জানিয়েছিল, দু’জনেই দু’জনের পরিচিত। পঞ্জাব পুলিশের আধিকারিক গুরপ্রীত দেও সংবাদ সংস্থা এএনআইকে সেই সময় বলেছিলেন, ‘‘সিমলা থেকে ধৃত ব্যক্তি তরুণীর পরিচিত। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই এ বিষয়ে আরও তথ্য জানা যাবে। তাঁর মোবাইলটিও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।’

অভিযোগ, এক ছাত্রী ছাত্রী আবাসের অন্যান্য আবাসিকদের আপত্তিকর ভিডিয়ো রেকর্ড করেছেন। রবিবারই চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে প্রতিবাদ আছড়ে পড়ে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি জারি করে দাবি করে, কেবলমাত্র একটি ভিডিয়োই ফাঁস হয়েছে। সেই ভিডিয়োটি এক ছাত্রী পাঠিয়েছিলেন সিমলায় তাঁর পুরুষ বন্ধুকে। ৬০ ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। অভিযোগ, সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতে আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন ছাত্রী আবাসের ভিতরে।

এদিকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ ৬০ টি গোপন মুহূর্তের এমএমএস সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার যে গুজব শোনা যাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,কোনও ছাত্রীর অপ্রীতিকর কোনও ভিডিয়ো পাওয়া যায়নি। তবে একটিই ভিডিয়ো পাওয়া গিয়েছে যেটি ওই মেয়েটি তুলে তার বন্ধুকে পাঠিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =