রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার এ কথা জানিয়ে বলা হয়েছে, রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শনিবার লন্ডন যাবেন রাষ্ট্রপতি।এই উপলক্ষে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে থাকবেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা এলিজাবেথের।

প্রসঙ্গত, এলিজাবেথের মৃত্যুর পরে রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী মোদি শোকপ্রকাশ করেন। বিদেশমন্ত্রী এস জয়শংকর সোমবার ব্রিটিশ দূতাবাসে গিয়ে শোকবার্তা জানান। গত রবিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে ভারত।

রাষ্ট্রপতি দ্রৌপদীর পাশাপাশি রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও ১০ ডাউনিং স্ট্রিটের আমন্ত্রণ এসেছে। তবে সূত্রের খবর, শেষকৃত্যে যোগ দিতে মোদির লন্ডনে যাওয়ার সম্ভাবনা কম। তিনি সে সময়ে এসসিও বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরকন্দে থাকবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সেখানে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ২৭ সেপ্টেম্বর জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিয়ো যাওয়ার কথা মোদির।

স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ লন্ডন পৌঁছয় কফিন। রাজধানীতে রাজা তৃতীয় চার্লস ও ‘কুইন কনসর্ট’ ক্যামিলা গ্রহণ করেন সেই কফিন। বুধবার ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে রানির দেহ। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর ওইদিনই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =