ব্যবসায়ীর ঘরে খাটের নীচে বান্ডিল বান্ডিল নোট! মিলল ৭ কোটি

কলকাতা: গার্ডেন রিচে ব্যবসায়ীর বাড়িতে  আচমকা ইডির হানা। এদিক-ওদিক খোঁজাখুজি। তারপর খাটের তলায় চোখ পড়তে চক্ষুচড়ক গাছ সকলের। তাড়া তাড়া নোট।কলকাতায় এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি। এখনও পর্যন্ত টাকার অঙ্ক ৭ কোটি বলে জানা গিয়েছে।

মাস খানেকের মধ্যেই অবশ্য এমন দৃশ্য দেখেছন কলকাতাবাসী। নগদ ৫০ কোটি উদ্ধার হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে। সূত্রের খবর নোট রাখা ছিল ফ্ল্যাটের শৌচাগারেও।ফের শহরে উদ্ধার বিপুল টাকা।গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল নোট মিলেছে বলেই খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকেরা শনিবার সকালে নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকে মোড়া ৫০০ টাকা অসংখ্য নোটের বান্ডিল পেয়েছেন বলে গিয়েছে। মিলেছে ২০০০ টাকার নোটের বান্ডিলও। টাকা গোনার যন্ত্রও আনা হয়।এখনও পর্যন্ত ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে দানা গিয়েছে।

সূত্রের খবর, নিসার খানের পরিবহণ ব্যবসার পাশাপাশি আমদানি-রফতানিরও ব্যবসা রয়েছে। আজ সকালে যখন গোয়েন্দারা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান সেই সময় মেলে বান্ডিল-বন্ডিল নোট। তবে কত পরিমাণ টাকা মিলেছে তা এখনও জানা যায়নি।

এ দিকে, গোটা বাড়িটি ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা। পাশাপাশি অতিরিক্ত আরও জওয়ান মোতায়েন রয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে ইডির তরফে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =