ইয়াকুব মেমনের সমাধিতে মাজার! তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণে মৃত্যুদণ্ড পাওয়া ইয়াকুব মেমনের সমাধিস্থল মাজারে পরিণত হয়েছে! অসংখ্য মানুষের মৃত্যুর কারণ যে সন্ত্রাসবাদী, তার কবর মাজারে পরিণত হয়েছে, অভিযোগ এমনটাই। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে (Mumbai Bomb Blast) দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের (Yakub Memon) কবরের সৌন্দার্যায়নে বিতর্ক চরমে মহারাষ্ট্রে (Maharashtra)। একজন সন্ত্রাসবাদীর কবর ফুল, মার্বেল পাথর, এলইডি আলো ইত্যাদি দিয়ে সাজানো নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। বিজেপি নেতার তোলা অভিযোগের প্রেক্ষিতে এ বার মুম্বই পুলিশকে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকার। পুলিশকে এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বুধবার, ঘাটকোপার পশ্চিমের বিজেপি বিধায়ক রাম কদম নেটমাধ্যমে এই বিষয়ে অভিযোগ তোলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে রাম অভিযোগ করেন, মহাবিকাশ আঘাড়ি মন্ত্রিসভা ক্ষমতায় থাকাকালীনই সমাধিক্ষেত্রকে বদলে মাজারের রূপ দেওয়া হয়েছে।

বিজেপি বিধায়ক পাশাপাশি দুটি ছবি শেয়ার করেন। তিনি টুইটে লেখেন, ‘উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর সময়কালেই খতরনাক জঙ্গি ইয়াকুব মেমনের সমাধিকে মাজারে রূপান্তরিত করা হয়েছে। সেই ইয়াকুব মেমন, যে ১৯৯৩-এ মুম্বইয়ে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল। এটাই কি তাঁর মুম্বইয়ের প্রতি ভালবাসা, দেশের প্রতি কর্তব্য?’ রাম দাবি জানিয়েছেন, এই ঘটনার পর উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পওয়ার এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

এ নিয়েই এ বার মুম্বই পুলিশকে বিস্তারিত তদন্তের নির্দেশ মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের। পুলিশকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। কবরস্থান কমিটির চেয়ারপার্সন শোয়েব খাতিব অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘শুধু ইয়াকুব মেমনই নয়, তাঁর পরিবারের আরও অনেকেরই সমাধি রয়েছে সেখানে। মাটি ধসে যাওয়ার কারণে ওখানে দিওয়ার দেওয়া হয়েছে, আর কিছুই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =