মুকুটে জুড়ল নতুন পালক, নাক, কান ও গলার চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র চালু এসএসকেএম- এ

কলকাতা: আর একটি পালক যুক্ত হল কলকাতার এসএসকেএম হাসপাতালের মুকুটে। দেশের মধ্যে প্রথম নাক, কান, গলার সূক্ষাতিসূক্ষ অস্ত্রপোচারের উৎকর্ষ কেন্দ্র তৈরি হচ্ছে এই হাসপাতালে। বুধবার আনুষ্ঠানিক ভাবে এর পথ চলা শুরু হল। এই উৎকর্ষ কেন্দ্রের পোশাকি নাম ‘ইনস্টিটিউট অফ অটো রাইনোল্যারিঙ্গো অ্যান্ড হেড নেক সার্জারি’।
এই কেন্দ্রের প্রধান অধ্যাপক অরুণাভ সেনগুপ্ত জানিয়েছেন আর কিছু জরুরি যন্ত্রপাতি লাগানোর পরেই পুরোদমে কাজ শুরু হবে। পূর্ত ও তথ্য প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে এমন প্রকল্প এখন দেশের চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক। তিনি বলেন, ‘এখানে মোট ১০০টি শয্যা থাকছে। এর মধ্যে ৫০টি পুরুষের, বাকি মহিলাদের। পাশাপাশি ৫টি আইসিইউ এবং দু’টি পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) এছাড়াও থাকছে একটি কেবিন।’ তবে কেবিনের জন্য রোগীকে পয়সা দিতে হবে। নাক-কান-গলা বিভাগের তিন ও চারতলায় এই অত্যাধুনিক উৎকর্ষকেন্দ্র গড়ে তোলার জন্য শুরু থেকেই নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি নজরদারিতে প্রায় চার বছর ধরে কাজ চলছে। খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। পাঁচ তলায় ছ’টি অপারেশন টেবিল রয়েছে। অরুণাভবাবু জানিয়েছেন এটিই দেশের একমাত্র উৎকর্ষকেন্দ্র যেখানে গবেষণা-রোগী দেখা একসঙ্গে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =