তিস্তায় মাছ ধরতে গিয়ে নৌকো ডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১ জন

ময়নাগুড়ি: পাহাড়ে একটানা বৃষ্টির মধ্যে জলস্তর বেড়ে যাওয়া তিস্তায় (Teest) মাছ ধরতে গিয়ে নৌকো ডুবির ঘটনায় এখনও নিখোঁজ একব্যক্তি। শনিবারের এই ঘটনায় দুইজন সাঁতরে পাড়ে চলে এলেও একজন নিখোঁজ রয়েছেন। রবিবার তার খোঁজে তল্লাশি শুরু হলেও এখনও তার খোঁজ মেলেনি।পাহাড়ে একটানা বৃষ্টির জেরে দুদিন ধরে ফুঁসছিল তিস্তা। জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নদীতে দেখা দিয়েছিল ঢেউ। তারই মধ্যে পেটের টানে নৌকো নিয়ে তিস্তায় মাছ ধরতে গিয়েছিলেন তিনজন। কিন্তু নদীতেই ডুবে যায় নৌকো। শনিবার ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকার এই ঘটনায় কোনওক্রমে তার মধ্যে দুই জন পাড়ে চলে আসলেও নিখোঁজ একজন। ঘটনার পর প্রশাসনের তরফ থেকে নদীতে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করা হলেও এখনও একজনের খোঁজ মেলেনি। শনিবার সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলের তরফে নদীতে তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়। রবিবার ভোর থেকে ফের তল্লাশি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =