সোমনাথ মুখোপাধ্যায়, অন্ডাল : আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। হাওড়ার পর এবার দুর্গাপুর থেকে উদ্ধার হল ৩৬ লক্ষ টাকা। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে ওই টাকা উদ্ধার করে রেল পুলিশ। ধৃত ব্যক্তির নাম মূল চাঁদ। সে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে হাওড়া যাচ্ছিল।
ঘটনাসূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে যায় মূল চাঁদ। পিঠে একটি ব্যাগ নিয়ে চার নম্বর প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল। তাকে দেখে রেল পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করে।এরপর তল্লাশি করে তার ব্যাগ থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়। তৎক্ষনাৎ রেল পুলিশ ধৃতকে জিআরপির হাতে তুলে দেয়। রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় অন্ডাল জিআরপিতে। তলব করা হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের। তাঁরা টাকা গোনার মেশিন নিয়ে আাসেন। মেশিনে টাকা গুনে দেখা যায় সেখান ৩৬ লক্ষ টাকা আছে। পুলিশি জেরায় সে জানিয়েছে তাকে টাকা ভর্তি ব্যাগ হাওড়া স্টেশনে পৌঁছে দিতে বলা হয়েছিল। পুলিশ টাকা বাজেয়াপ্ত করেছে। শনিবার সকালে ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করে ১০ দিনের হেপাজতে নেওয়ার আবেদন জানায় জিআরপি পুলিশ।