আসানসোল জেল থেকে বিধাননগর বিশেষ আদালতে অনুব্রত

বুবুন মুখোপাধ্যায়, আসানসোল: তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বৃহস্পতিবার সাতসকালেই আসানসোল জেল থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। একটি পুরনো মামলায় এদিন তাঁকে বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। বাম সরকারের আমলে বর্ধমানের মঙ্গলকোটে রাজনৈতিক হিংসার ঘটনায় অভিযুক্ত ছিলেন অনুব্রত মণ্ডল। সেই মামলায় অনুব্রত মণ্ডল ছাড়াও বহু জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। তাই বিষয়টি ওই বিশেষ আদালতে স্থানান্তর করা হয়। এ ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে আগে তলব করা হলেও তিনি হাজির হননি বলেও জানা গিয়েছে। তাই তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্যে অনুব্রত মণ্ডলকে বিধাননগরে নিয়ে যায় পুলিশ। বিধাননগর রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, জেলে ভালো আছি। দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকার ইঙ্গিতে আশ্বস্ত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 13 =