গরু পাচার মামলার তদন্তে প্রায় গোটা জেলা জুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অনুব্রতকে গ্রেপ্তার করার পর তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এরই মধ্যে বালি পাচার রুখতে তৎপর হল বীরভূমের পুলিশ। বুধবার ভোরে বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে বীরভূমের রামপুরহাটে। কোনও বৈধ নথি ছাড়াই ওই বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারা ওই বালি পাচারের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতদের নাম প্রশান্ত মাহাতো ও হরেকৃষ্ণ মাহাতো। অপর এক ট্রাক্টরের চালক পালিয়ে গিয়েছেন। ধৃতরা রামপুরহাট থানার শালবুনি গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন ভোরে তল্লাশি চালায় রামপুর হাট থানার পুলিশ। পুলিশ জানতে পেরেছে শালবনি গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া ব্রাহ্মনী নদী থেকে বালি তুলে অবৈধভাবে পাচার করা হচ্ছিল।