পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে একসপ্তাহে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

কলকাতা: ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে পুজো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ জন্য রাজ্য সরকারের খরচ হবে ২৫৮ কোটি টাকা। পুজো কমিটিগুলিকে কেন ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের কাছে কারণ জানতে চাইল হাই কোর্ট। এ জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, তার মধ্যেই হলফনামা পেশ করতে হবে সরকারকে।

রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সরকারি কর্মীদের ডিএ যেখানে বাকি, সেখানে পুজোর জন্য অনুদান দিতে গিয়ে ২৫৮ কোটি টাকা কেন খরচ করা হবে, প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

সোমবার এর শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, কেন এই অনুদান দেওয়া হচ্ছে। যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। পাল্টা মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =