কৌশিকী অমাবস্যায় গারদে বসেই দেবী আরাধনা কেষ্টর

বুবুন মুখোপাধ্যায়, আসানসোল: কথায় বলে ভক্তের ভগবান। ধূপ-দ্বীপ-নৈবেদ্য-সহ নানা উপাচার আয়োজন করে আরাধনার চল যতই থাক, প্রকৃত ঈশ্বর সাধনা নাকি হয় মনে, কোণে আর বনে। জানা গিয়েছে, আসানসোল সংশোধনাগারে বন্দি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দেখে শুক্রবার এসব তত্ত্ব কথাই বারবার উঠে আসছে সেখানকার কর্মীদের মনে। কারণ, সংশোধনাগারে থাকা গোরু পাচারে অভিযুক্ত কেষ্টকে এই পূণ্য তিথিতে ঠেকানো যায়নি পূজার্চনা থেকে।
নিজাম প্যালেসের সিবিআই হেপাজত থেকে আসানসোলের সংশোধনাগারে আসার দ্বিতীয় দিনেই কৌশিকী অমাবস্যা। ভক্ত কেষ্টকে এই দিনে দেখা যেত শক্তিপীঠ তারাপীঠে। তবে এবার বিধি বাম। গোরু পাচারের ভয়ঙ্কর অভিযোগ মাথায় তিনি এখন সংশোধনাগারে বিচারাধীন বন্দি। তাই এই বছর কেষ্টকে ছাড়াই তারাপীঠে চলছে পুজো আর্চনা। এমনকী ফ্লেক্স-ব্যানারেও নেই অনুব্রত মণ্ডলের নাম বা ছবি। তবু ‘ভক্ত’কে কি ভগবানের থেকে দূরে রাখা যায়!
জেল সূত্রে খবর, এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে জেলের ভিতরের বজরংবলী মন্দিরের পাশে মা কালীর ছবিযুক্ত টাইলস দেখেই পুজোয় বসে পড়েন কেষ্ট। একটি জবাফুল দিয়ে পুজো সারেন বীরভূমের তৃণমূল সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 2 =