হুগলি: কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩২ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র থেকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানায় এই দুর্ঘটনা ঘটার পর দ্রুত ২১ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় শ্রীরামপুর ইএসআই হাসপাতালে। তারপর আরও ১১ জনকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লিরোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় দুপুরে এই ঘটনা ঘটে। কারখানার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি হঠাৎই খুলে যায়। টিফিনের সময় কর্মীরা এক জায়গায় ছিলেন। কার্বন-ডাই-অক্সাইড ছড়িয়ে পরায় অসুস্থ হয়ে পরেন তারা। তড়িঘড়ি তাদেরকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২১ জনকে ভর্তি করা হয়। এই বিষয়ে গুরুতর অসুস্থ এক রোগী জানান, একজন কর্মী হ্যান্ড জ্যাক নিয়ে যাচ্ছিল তখনই কোনওভাবে নির্বাপক যন্ত্র খুলে গ্যাস বেরিয়ে পড়ে। ™াশাপাশি থাকা কর্মীরা এক জায়গায় জড়ো হয়ে থাকায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাছাড়া দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে।
জানতে পেরে ইএসআই হাসপাতালে অসুস্থদের দেখতে যান চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। এই বিষয়ে বিধায়ক অসীমা পাত্র বলেন, কারখানায় গ্যাস লিক করার পর হাসপাতালে ২২ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। যারা ভর্তি রয়েছে তারা সকলেই ভালো রয়েছে। খবর পেয়ে আমি এবং বিধায়ক দু’জনেই হাসপাতালে আসি। যাতে আগামী দিনে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা ব্যবস্থা নেব। সবমিলিয়ে গ্যাস লিক করে এই ঘটনায় ঘটায় কারখানার শ্রমিকদের স্বার্থে বাড়তি নিরাপত্তার দাবি তোলেন স্থানীয় মানুষ।