হুগলি: হুগলির রিষড়ার পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ম্যানেজার। আসলে রক্ষকই ভক্ষক। টাকা তছরুপের দায়ে গ্রেপ্তার খোদ ব্যাংকের ম্যানেজার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, রিষড়ার মোরপুকুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। অভিযোগ এই ব্যাংকের ম্যানেজার বিনয় সোনকার প্রায় কোটি টাকার তছরুপ করেছে বলে অভিযোগ। সূত্রের খবর, ব্যাংকের ইন্টারনাল অ্যাকাউন্ট থেকে সাসপেশারী অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় টাকা। এরপর সেই টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এরপর টাকা মেলাতে গিয়েই টনক নড়ে সার্কেল অফিসারের। সঙ্গে সঙ্গেই ব্যাংকের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়। তাকে সমস্ত হিসেব দেওয়ার কথাও বলা হয়। এরপর হিসেব ঠিকমতো না দিতে পারায় অভিযোগ জানানো হয় রিষড়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন রিষড়া থানার পুলিশ গ্রেপ্তার করে ব্যাংকের ম্যানেজার বিনয়কে। খোদ ব্যাংকের ম্যানেজারেরই এহেন চুরির ঘটনায় কপালে হাত গ্রাহকদের। গ্রাহকদের বক্তব্য রক্ষকই তো এখানে ভক্ষক। তাদের বক্তব্য আমরা গ্রাহকরা ব্যাংকে টাকা রাখি নিরাপত্তার জন্য। কিন্তু নিরাপত্তার জন্য যাদের নিযুক্ত করা হয় তারাই চুরি করলে আমরা কাদের বিশ্বাস করব? বিনয়কে পুলিশি হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রিষড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত করা হচ্ছে। এদিন তাকে শ্রীরামপুর আদালতে পাঠানো হলে বিচারক অভিযুক্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজারকে পাঁচ দিনের পুলিশের হেপাজতের নির্দেশ দেন। সবমিলিয়ে প্রায় কোটি টাকার তছরুপের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য এলাকায়।