হুগলি: আবারও পোস্টার রাজনীতি নিয়ে উত্তপ্ত হুগলি জেলার আরামবাগের গোঘাটের শ্যাম বাজার এলাকা। শাসক দল তৃণমূলের বেশ কয়েকজন নেতার সম্পত্তির পরিমাণ কেন বাড়ল তা নিয়ে পোস্টার পড়ে গোঘাট দুই নম্বর ব্লকের শ্যাম বাজার এলাকায়। সকলে এলাকার মানুষ এই পোস্টার দেখে। হতবাক এলাকার মানুষের দাবি, শাসক দল তথা তৃণমূলের নেতাদের হঠাৎ করে সম্পত্তির পরিমাণ বেড়ে যাওয়ায় কে বা কারা এই পোস্ট দেয় তা তারা জানে না। তবে রাতের অন্ধকারে এই পোস্টার দেওয়া হয়। পোস্টারে শ্যাম বাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান গিয়াসউদ্দিন খান, উপপ্রধান, সঞ্চালক ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিনের সম্পত্তির পরিমাণ নির্বাচনের সময় যা দেখানো হয়েছি তা পরবর্তী কালে বাড়ল কি করে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি সম্পত্তির পরিমাণ বাড়ার বিষয় নিয়ে তদন্ত করে দেখার দাবি তোলা হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। তৃণমূল নেতৃত্ব বিজেপির যড়যন্ত্র বলে দাবি করে। এই বিষয়ে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ওরা বলে বিজেপি নেই তাহলে এই পোস্টার কারা মারবে। সেটা ওরাই দেখুক। সাধারণ মানুষ এই সব করেছে। বিজেপি যুক্ত নয়। ওদের সম্পত্তির তদন্ত করা দরকার। অপরদিকে শ্যাম বাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, রাতের অন্ধকারে পোস্টে মারা হয়েছে। সৎ সাহস থাকলে দিনের বেলায় পোস্টার মারুক। সিসিটিভি দেখে প্রশাসনকে জানানো হবে। প্রয়োজনে থানাতেও অভিযোগ করা হবে। সবমিলিয়ে এদিন শাসকদলের নেতাদের তথা জনপ্রতিনিধিদের সম্পত্তির পরিমাণ বাড়া নিয়ে পোস্টার পড়ায় গোঘাটের রাজনীতিতে উত্তেজনার পারদ বাড়ছে।