ভারতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে শাসক শিবিরের কোনও জনপ্রতিনিধিকে হত্যার ছক কষেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস আইএস-এর সঙ্গে যুক্ত এক ব্যক্তি। তবে পরিকল্পনা কার্যকর করার আগেই রাশিয়ায় ধরা পড়ল সে। সে দেশের প্রধান নিরাপত্তা সংস্থা ফেডেরাল সিকিউরিটি সার্ভিস তাকে গ্রেপ্তার করেছে বলে দাবি ওই সংস্থার।
একটি বিজ্ঞপ্তি দিয়ে রাশিয়ার ওই নিরাপত্তা সংস্থা জানায়, রাশিয়ায় ইসলামিক স্টেটসের এক সদস্যকে প্রথমে শনাক্ত এবং পরে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তের পর তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে যে ওই ব্যক্তি ভারতে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে আইএস-এর সর্বোচ্চ নেতার কাছে গিয়ে জঙ্গি সংগঠনটির প্রতি সর্বদা অনুগত থাকার শপথ নিয়েছিল ওই ব্যক্তি।
আইএস-এর তরফে তাঁকে প্রয়োজনীয় নথি নিয়ে দ্রুত রাশিয়া ছেড়ে ভারতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়। আটক ব্যক্তি আদতে মধ্য এশিয়ার একটি দেশের বাসিন্দা বলে দাবি করা হয়েছে নিরাপত্তা সংস্থাটির সূত্রে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে আইএসআইএস এর তরফে তুরস্কতে তাকে আত্মঘাতী বোমারু হিসেবে নিয়োগ করা হয়েছিল।