গত দু’দিন ধরে জামবনি ব্লকের ১০ নম্বর চিচিড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকড়া ও ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দারা হাতির তাণ্ডবে অতিষ্ঠ। সন্ধ্যা নামলেই জঙ্গল থেকে বেরিয়ে গ্রাম জুড়ে তাণ্ডব চালাচ্ছে ১৪-১৫ টি হাতির একটি দল। খাবারের সন্ধানে গ্রামবাসীদের বাড়িতে হানা দিয়ে ভাঙছে দরজা জানালা ও দেওয়াল। দলমা থেকে থেকে আসা হাতির দলটি রাতভর চাষের জমিতে তাণ্ডব চালিয়ে বিঘের পর বিঘে জমির সদ্য রোয়া করা ধান গাছ নষ্ট করছে। শনিবার রাতে প্রায় ৫০ বিঘা জমির ধান গাছ তছনছ করেছে। বাবুলাল মাহাতো, পরিতোষ মাহাতোরা জানান, শুধু ধান চাষ নয়, ঝিঙে, করলা সহ বহু সবজি চাষেরও ব্যাপক ক্ষতি করছে হাতির দল। ক্ষয়ক্ষতির ব্যাপক পরিমাণ চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গ্রামবাসীদের অভিযোগ, হাতির দল যেভাবে ঘরবাড়ি এবং ফসলের ক্ষতি করে থাকে সেই তুলনায় বনদপ্তর অনেক কম ক্ষতিপূরণ দেয়।