নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে বুলেরো গাড়ির ধাক্কা। ঘটনায় মৃত্যু হল দুজনের। আশঙ্কাজনক অবস্থায় বলেরো গাড়ির চালক সহ দুজন। রবিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ১৯ নং জাতীয় সড়কের ওপর বুদবুদের তিলডাঙা মোড় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতদের নাম দীনেশ যাদব (৩৫) ও সত্যেন্দ্র যাদব (২৮)। পানাগড় রাইস মিল রোডের বাসিন্দা। গাড়ি চালক সন্তোষ রাম ও আর একজন ইন্দ্রজিত চৌরাসিয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্তরা পানাগড়ে পুরনো গাড়ি কেনাবেচার ব্যাবসা করেন। শনিবার গাড়ির সন্ধানে খড়গপুর গিয়েছিল। রবিবার ভোরে সেখান থেকে ফিরছিল। ফেরার পথে ১৯ নং জাতীয় সড়কের বুদবুদ বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ে। বুদবুদ তিলডাঙা মোড়ের কাছে দ্রুত গতিতে আসা গাড়িটি একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের টহলদারি গাড়ি। আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকরা দীনেশ যাদব ও সত্যেন্দ্র যাদবকে মৃত বলে ঘোষনা করে। আশঙ্কাজনক অবস্থায় সন্তোষ রাম ও ইন্দ্রজিত চৌরাসিয়া দুজনকে হাসপাতালে ভর্তি করে। বেলা গড়াতে ইন্দ্রজিত চৌরাসিয়াকে রাজবাঁধে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে।এদিকে দুর্ঘটনাগ্রস্ত বলেরো গাড়িটি উদ্ধার করলেও ডাম্পারটি পলাতক। ভোরের দিকে চালক নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।