বন্ধুর হাতে গুলিবিদ্ধ হল অপর আরেক বন্ধু। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নৌঘরিয়া এলাকায়। ত্রিকোণ প্রেম অথবা টাকা পয়সা লেনদেনের জেরে পুরনো বিবাদকে ঘিরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে মালদা শহরের একটি নার্সিংহোমে। তার শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে জানিয়েছেন ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসকরা। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম মণিরুল খান (২৭)। অভিযুক্ত বন্ধুর নাম রকি শেখ। ঘটনা পর থেকে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশকে আক্রান্ত যুবকের পরিবার জানিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে আসে রকি শেখ তারপরেই দুই বন্ধু গল্প শুরু করে। তারপর হঠাৎই গুলির আওয়াজ পাওয়া যায়। বাইরে বেরিয়ে এসে দেখে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে মণিরুল এবং রকি শেখ এলাকা ছেড়ে পালিয়েছে। পরিবারের লোকেরা তাকে রাতেই একটি নার্সিংহোমে ভর্তি করে। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, দুই বন্ধুর মধ্যে মহিলাঘটিত অথবা টাকা পয়সার ধার বাকিকে ঘিরেই পুরনো কোনও গোলমাল রয়েছে। তারই জেরে এদিন এই হামলার ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এখনো সমস্ত বিষয়ে পরিষ্কার নয়। আক্রান্ত যুবকের বাড়ির লোকেরও পরিষ্কার করে কিছু বলতে চাইছে না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নার্সিংহোমের চিকিৎসক ডা: এ. হক জানিয়েছেন, আহত ওই রোগীর নাকে গুলি লেগেছে। এখনো পর্যন্ত নাক থেকে গুলি বার করা যায়নি। তবে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা চলছে।