চুনপাড়া গ্রামে হাতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হল দশটি বাড়ি, আহত ৩

চিত্ত মাহাতো

শুক্রবার রাতে সাঁকরাইল ব্লকের চুনপাড়া গ্রামে হাতির তাণ্ডবে দশটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঝমঝম বৃষ্টির রাতে এক পাল হাতির হামলায় আহত হয়েছেন তিনজন গ্রামবাসী। যার ফলে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আহত তিনজনের মধ্যে দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন শুক্রবার গভীর রাতে যখন মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল সেই সময় একদল হাতি গ্রামে ঢুকে পরপর মাটির বাড়িগুলিতে তাণ্ডব শুরু করে। দরজা জানালা ভেঙেও খাবারের নাগাল না পেয়ে দেওয়াল ভাঙতে শুরু করে। এর ফলে এক একটি বাড়ি হুড়মুড়িয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। গ্রাবাসীরা এই সময় ঘর ছেড়ে অন্ধকারে এলোপাথাড়ি দৌড়াতে থাকে। গ্রামের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটি হাতি তাদের তাড়া করলে একজন পড়ে গিয়ে গুরুতর আহত হয়। বাকি দু’জন ঘর ভেঙে পড়ার সময় চাপা পড়ে জখম হয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে চুনপাড়া এলাকার গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। যার ফলে গুপ্তমণি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর বনদপ্তর ও জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। মধ্যরাতে হাতির দল যেভাবে তাণ্ডব চালিয়ে দশটি বাড়ি ভেঙে ধুলিসাৎ করেছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পরিবারগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =