নয়া পন্থা অবলম্বনে ইসিএল এলাকায় কয়লা চুরির অভিযোগে সরব জিতেন্দ্র তিওয়ারি

বুবুন মুখোপাধ্যায়
রাজ্য তথা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের কয়লা কেলেঙ্কারি যখন শোরগোল ফেলেছে, হেপাজতে রয়েছে একাধিক ইসিএল আধিকারিক সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, ঠিক তখন নতুন উপায়ে কয়লা চুরির অভিযোগ আনলেন আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, নতুন পদ্ধতিতে কয়লা চুরির বিষয়ে তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে অবগত করে একটি চিঠি দিয়েছেন। শুধু তাই নয় এই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে মিনিস্ট্রি অফ কোল গভর্মেন্ট অফ ইন্ডিয়ার কোল সেক্রেটারি, চেয়ারম্যান এবং ইসিএলের সিএমডিকে।
তাঁর অভিযোগ, কয়লা সিন্ডিকেট নিয়ে সিবিআই তৎপর হওয়ায় কিছুদিনের জন্য অবৈধ কয়লা ব্যবসা বন্ধ ছিল। তবে বেশ কিছুদিন ধরে নতুন পদ্ধতিতে কয়লা চুরি শুরু হয়েছে ইসিএল এলাকাগুলি থেকে। তিনি জানিয়েছেন, ইসিএলের লিজ হোল্ডার বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা উত্তোলন করা কয়লার বেশ কিছু পরিমাণ কয়লা তুলে দিচ্ছেন অবৈধ কয়লা ব্যবসায়ীদের। যে পরিমাণ কয়লা ইসিএলের ডিপোতে পৌঁছনোর কথা তার থেকে অনেক পরিমাণ কম কয়লা পৌঁছচ্ছে সেখানে। এদিকে পরিমাণ মেলানোর জন্য কয়লার সঙ্গে মেশানো হচ্ছে মাটি। এইসব দুর্নীতির সঙ্গে স্থানীয় মাফিয়াদের পাশাপাশি ইসিএল আধিকারিকরাও যুক্ত কিনা সেই বিষয়ে তদন্ত করার দাবি জানিয়ে এদিন পুলিশ কমিশনারকে চিঠি দিলেন জিতেন্দ্র তিওয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =