ফুড প্রসেসিং কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক (ammonia gas leak) হওয়াতে আতঙ্ক এলাকায়। খবর পেয়েই পরিস্থিতি স্বাভাবিক করতেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, দমকল, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুল্যান্স। ঘটনাটি ঘটেছে, বসিরহাটের মাটিয়া থানার শিকড়া কুলিন গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড় এলাকায়। মাংসের ফুড প্রসেসিং কারখানায় থেকে হঠাৎই সকাল দশটা নাগাদ অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা প্রথমে এই গ্যাস নাকে আসলে বেশ কয়েকজন শিশু মহিলা পুরুষ অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা মাটিয়া থানার খবর দেন, ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিন্হা মহাপাত্র, বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে ওই কারখানার যে অ্যামোনিয়া গ্যাস যেখান থেকে লিক হচ্ছিল সেখানে জল দিতে শুরু করে। ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীরা হাজির হয়, কি কারণে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে বাইরে বেরোচ্ছিল তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে কারখানার মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তাহলে কি কারখানার মধ্যে অ্যামিনিয়া গ্যাস রয়েছে তার কি নির্দিষ্ট সুরক্ষা ছিল না। এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থলে বসিরহাটের দুটি দমকলের ইঞ্জিন গিয়ে প্রথমে নিমন্ত্রণে না আনতে পারায়, বারাসাত থেকে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এনডিআরএফ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।