মেদিনীপুরে রেকর্ড বিক্রি বাতাসা-নকুলদানা

অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গ্রেপ্তার হওয়ার পর যে পরিমাণ বাতাসা ও নকুল দানা বিক্রি হয়েছে তা কখনো কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠানেও নাকি বিক্রি হয়নি। মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, সবং, ক্ষীরপাই, ডেবরা ও কেশিয়াড়ির ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত নকুল দানা ও বাতাসা ঢালাও বিক্রি হয়েছে। এক একটি দোকান থেকে গড়ে কুড়ি কেজি গুড় বাতাসা ও নকুল দানা বিক্রি হয়েছে। এদিন সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে পথ চলতি মানুষদের বাতাসা নকুল দানা খাওয়ান। মেদিনীপুরের বিজেপি নেতা কর্মীরা তো তৃণমূলের পুরপ্রধানকে রাস্তা আটকে নকুলদানা খাইয়ে ছেড়েছেন, তিনি কিছু না বললেও তৃণমূল কর্মীরা বলছেন, অনুব্রতদা জেলে গেলেও তার বাতাসা নকুল দানার দাওয়াই বাংলার ইতিহাসে জায়গা পেয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =