৭৫ তম স্বাধীনতা দিবসে পায়ে হেঁটে কলকাতা থেকে লাদাখ পাড়ি দেবেন প্রসেনজিৎ পাল

বুবুন মুখোপাধ্যায়, আসানসোল: ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের জন্য সমগ্র দেশবাসী যখন বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছে ঠিক সেই সময়ই এক অন্যরকম পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে এক ডেলিভারি বয়। তাঁর নাম প্রসেনজিৎ পাল এবং তিনি চন্দননগরের বাসিন্দা। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি বয়। তিনি বাড়ি থেকে বেরিয়েছেন পায়ে হেঁটে আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে লাদাখ যাবেন বলে। পায়ে হেঁটে লাদাখ যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একজন বাঙালি হিসাবে প্রত্যেক ভারতবাসীর গর্ব হয়। এই বছর আমাদের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস তিনি একটু অন্যভাবে পালন করতে চান। প্রসেনজিৎ বাবু আরও বলেন, ভারতবর্ষের যে বীর সেনারা দেশের জন্য শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাতে তিনি পায়ে হেঁটে লাদাখ যাবেন। সেখানে গিয়ে শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং সেটাই হবে তার জন্য ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন।
মহৎ উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর ৮ দিনের মাথায় সোমবার প্রসেনজিৎ বাবু আসানসোল পৌঁছন। এছাড়াও তিনি জানিয়েছেন, উদ্দেশ্য ছিল ১৫ অগস্ট লাদাখ পৌঁছনোর কিন্তু অর্থনৈতিক কারণে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছে তাঁর। তাঁর এই যাত্রায় বেশ কিছু বন্ধু-বান্ধব তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। বেশ কিছু এলাকায় তার এই যাত্রার উদ্দেশ্য শুনে বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন। কেউ বাড়িতে রাত্রিবাসের জন্য কেউ বা স্বল্প বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে আশ্রয় দিতে চেয়েছেন। আর এই সব মানুষের আতিথেয়তায় অনুপ্রাণিত হয়ে আড়াই হাজার কিলোমিটার তিন মাসে পাড়ি দিতে পারবেন বলে আশাবাদী বছর তিরিশের প্রসেনজিৎ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =