এশিয়ান গেমসে যোগাসন প্রতিযোগিতায় জোড়া স্বর্ণ পদক জয় রামিশার

সুজিত ভট্টাচার্য, পূর্ব বর্ধমান: থাইল্যান্ডে আয়োজিত এশিয়ান গেমসে (asian games) যোগাসন প্রতিযোগিতায় ২টি স্বর্ণ পদক জয় লাভ করল কালনার ডাঙাপাড়ার বাসিন্দা বছর ১৫-এর রামিশা দফাদার (Ramisha Dafadar)। সোমবার এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন গোটা এলাকার মানুষ।
রামিশা কালনা হিন্দু গার্লসলের একাদশ শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় ১৪ টি দেশের প্রায় ২১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রামিশা। এই প্রতিযোগিতাটি ২৯ জুলাই থেকে শুরু হয় এবং শেষ হয় ৩০ জুলাই। তার দাদা অসীম দফাদার জানিয়েছেন, রামিশা ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো সাফল্য পেয়েছে। ২০১৯-এ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদক জয় লাভ করেছিল। এই বছরে এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২ টি স্বর্ণপদক পায়। স্বাভাবিকভাবেই গোটা পরিবার তার সাফল্যে খুব খুশি।
রামিশার কোচ গৌরাঙ্গ সরকার জানিয়েছেন, নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলনই তার সাফল্য এনে দিয়েছে এবং তার আশা ভবিষ্যতে সে অনেক দূর পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =