মালদায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আইসোলেশনে মালদা মেডিক্যালের প্রিন্সিপাল

করোনায় আক্রান্ত হলেন মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখার্জি। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কিছুদিন আগে মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর পুরঞ্জয় সাহা করোনায় আক্রান্ত হয়েছিলেন। আপাতত তিনি সুস্থ রয়েছেন। তবে নতুন করে মালদা মেডিক্যাল কলেজে প্রিন্সিপাল করোনায় আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন পার্থপ্রতিম মুখার্জি। সোমবার বিকেলে তিনি কোভিড পরীক্ষা করেন। এবং তারপর রাতেই তার কোভিড রিপোর্টে পজিটিভ আসে। এদিকে মালদা জেলায় করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শহর থেকে বেশি গ্রামীণ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ১৭৬ জন করোনার টেস্ট করেছিলেন। যার মধ্যে ৩৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন। পাশাপাশি মানুষকে মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতামূলক বার্তা দিচ্ছে প্রশাসন। কিন্তু এই পরিস্থিতির মধ্যে মাস্ক পরার ক্ষেত্রেও চরম অনীহা দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের মধ্যে। পাশাপাশি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল করোনায় আক্রান্ত হওয়ায় জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য অফিসার, কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =