গর্ভেই শিশু মৃত্যুতে গাফলতির অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে

আবার চিকিৎসায় গাফলতির অভিযোগ। অন্তঃসত্ত্বা প্রসূতির গর্ভেই শিশু মৃত্যুতে গাফলতির অভিযোগ তুলে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলা সদরের একটি নার্সিংহোমে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রোগী ভর্তির আগেই শিশুটির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দমদমের এক প্রসূতির চিকিৎসার জন্য বারাসাতের নবপল্লি এলাকার কেয়ার অ্যান্ড কিওর নার্সিংহোমে ভর্তি হয়েছিল। রবিবার এই নার্সিংহোমে ভর্তি হন দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকার বাসিন্দা দেবশ্রী ধর। অভিযোগ, ভর্তির সময় নার্সিংহোমের পক্ষ থেকে সবকিছু ঠিকঠাক আছে বললেও রাতে বাচ্চার মুভমেন্ট ঠিকঠাক হচ্ছিল না এবং ডাক্তারও সময় মতো নার্সিংহোমে আসেননি বলেই রোগীর পরিবারের লোকের অভিযোগ। এমনকী, নার্সিংহোমের পক্ষ থেকে রোগীর পরিবারকেও এ কথা জানানো হয়নি। সোমবার সকালে রোগীর সিজার হওয়ার কথা থাকলেও নার্সিংহোমে এসে বাড়ির লোক জানতে পারে বাচ্চাটি মাতৃ গর্ভেই মারা গিয়েছে। এরপরই ক্ষোভ ফেটে পড়ে বাড়ির লোকজন। তবে অভিযুক্ত ডাক্তার জ্যোতিষ্ক ঘোষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে নার্সিংহোম অন্যতম চিকিৎসক তপনজ্যোতি ব্যানার্জি জানান, অন্তঃসত্ত্বা মহিলার আগে থেকেই সমস্যা ছিল। এর আগেও কয়েকটি গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছিল। উনি যখন ভর্তি হন তার আগেই গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছিল। সেকথা মৌখিকভাবে জানানোও হয়েছিল। তবে ওই পরিবারের ঘনিষ্ট চিকিৎসক সেকথা নির্দিষ্ট কিছু পরীক্ষা ছাড়া বলতে না চাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে রোগীর পরিবারের পক্ষ থেকে ডাক্তার ও নার্সিংহোমের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ জানানো হবে বলে দাবি করেছে। এই নার্সিংহোমটির বিরুদ্ধে এর আগেও একাধিক গাফিলতির অভিযোগ আছে বলে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =