কলকাতা: ইডির জেরার মুখে পড়েই শরীর খারাপ লাগছিল বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি এতটাই ‘অসুস্থ’ ছিলেন যে নিম্ন আদালতে তাঁকে হাসপাতালে ভর্তির আবেদনও জানান তাঁর আইনজীবীরা। আদালতের নির্দেশে তাঁকে এসএসকেএম-ও ভর্তি করা হয়েছিল। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় ইডি। তারপরই ভুবনেশ্বর এইমস-এ স্বাস্থ্য পরীক্ষা করানো হয় পার্থর। সূত্রের খবর, এইমস জানিয়েছে গুরুতর কোনও অসুস্থতাই নেই পার্থর। তাঁকে হাসাপাতালে ভর্তি রাখারও দরকার নেই। পুরনো কিছু সমস্যা রয়েছে। তার জন্যই ওষুধ খেতে হবে।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছিলেন হার্টে ব্লক রয়েছে। আরও কিছু সমস্যার কথাও বলা হয়েছিল। তবে এইমসে তেমন কোনও অসুস্থতার হদিশ পাননি চিকিৎসকেরা।