‘বঙ্গভূষণ’ পাচ্ছেন দেব-ঋতুপর্ণা, ‘বঙ্গবিভূষণ’ নেবেন না অর্মত্য সেন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: চলতি বছরে ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হতে চলেছেন বাংলার নায়ক, নায়িকা দেব ও ঋতুপর্ণা। এই তালিকায় আছেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বরাও। তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরোদ বাদক দেবজ্যোতি বসু, সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল।
এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে দেবকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ওই চিঠিতে উল্লেখ রয়েছে, ‘বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত। বাংলার চলচ্চিত্র আপনার সামগ্রিক অবদানে স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, ২০২২ সোমবার বিকেল চারটেয় কলকাতার নজরুল মঞ্চের পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করতে আগ্রহী। আপনার সম্মতি প্রত্যাশা করি।’
এছাড়াও ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ। যে তালিকায় রয়েছেন অর্মত্য সেন, কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্য সরকারের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত উপদেষ্টা কমিটির একজন সদস্য। আর এদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন কৌশিক বসু। এছাড়াও বঙ্গভূষণ সম্মানে ভুক্ত হয়েছেন কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব , মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাব। রাজ্য সরকার ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার দেবে ২৫ জুলাই সোমবার। নজরুল মঞ্চে হবে পুরস্কার দেওয়ার সেই অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না নোবেলজয়ী অমর্ত্য সেন। অমর্ত্যের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পুরস্কার দেওয়ার প্রস্তাব সসম্মানে ফিরিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন। তাই সোমবারের সম্মান প্রদান অনুষ্ঠানে থাকতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে দেশে ফেরার কোনও পরিকল্পনা অর্থনীতিতে নোবেলজয়ীর নেই বলেও জানা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে। জানা গিয়েছে, অমর্ত্য সেন চান নতুন কেউ এই পুরস্কার পান। কিন্তু কেন তিনি ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নেবেন না, সে ব্যাপারে অবশ্য তাঁর পরিবারের তরফে কিছু জানানো হয়নি। অমর্ত্য সেন ছাড়াও অপর এক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও ‘বঙ্গবিভূষণ’ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তিনি অবশ্য পুরস্কার নেওয়া বা না নেওয়ার বিষয়ে এখনও কিছু জানাননি। উল্লেখ্য, রাজ্য সরকারের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রত্যাখ্যানের জন্য বিশিষ্টদের আহ্বান জানিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =