আসানসোল: দলীয় কর্মীদের বাসে বসিয়ে নিজেই বাস চালিয়ে কলকাতা নিয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর (councillor) জিতু সিং। আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের (41no ward) কাউন্সিলর জিতু সিং পেশায় ব্যবসায়ী। অন্যান্য ব্যবসার সঙ্গে তাঁর ট্রান্সপোর্টের ব্যবসাও রয়েছে। যে বাসটির স্টিয়ারিংয়ে বসেছিলেন জিতু সেটি তাঁর নিজের। নিজের ওয়ার্ডের কর্মীদের উজ্জীবিত করতে জিতু সিং নিজেই চালকের আসনে বসে পড়েন। আসানসোলের মুর্গাসোল, ঈদগা থেকে সকাল সাড়ে ৬ টা নাগাদ তিনি বাসটি নিয়ে রওনা দেন। মাঝে শক্তিগড়ে মিনিট দশেকের মতো দাঁড়ান। তারপর সোজা পৌঁছে যান শ্যামবাজার। সেখান থেকে অটোতে করে ধর্মতলায় ২১ শের সমাবেশে কর্মীদের নিয়ে যান। আবার একইভাবে বাস চালিয়ে দলীয় কর্মীদের তিনি আসানসোলে ফিরিয়ে নিয়ে আসেন। অভিনব এই ঘটনার সাক্ষী থাকলো আসানসোল। উল্লেখ্য, জিতু সিং ইতিমধ্যেই বেশ কিছু ঘটনার মাধ্যমে নজর কেড়েছেন বা ভাইরাল হয়েছেন আবার বিতর্কেও জড়িয়েছেন। কাউন্সিলর হিসেবে ইতিমধ্যে দাবাং হিসেবে পরিচিত হয়েছে। তিনি ওই ওয়ার্ডে দিলীপ ঘোষের চায় পে চর্চা কর্মসূচি আটকে দিয়েছিলেন। আঙুল উঁচিয়ে দিলীপ ঘোষের সঙ্গে চোখে চোখ রেখে নানা অভিযোগ ও প্রশ্ন তুলেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবার বাস চালিয়ে ভাইরাল হলেন কাউন্সিলর জিতু সিং।