ইউরোপ জ্বলছে দাবানলে, মৃত্যু শতাধিক, ঘরছাড়া ৩ হাজারের বেশি মানুষ

প্রচণ্ড তাপে পুড়ছে ইউরোপের কিছু অংশ। রোদের প্রচণ্ড তাপের কারণে সেখানে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।ছড়িয়ে পড়েছে দাবানল। শনিবার থেকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অংশ এবং স্পেনের সীমান্ত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে হিমসিম অবস্থা প্রশাসনের। প্রাণ বাঁচাতে ঘরছাড়া কয়েক হাজার মানুষ। সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের ওই অংশে। সর্বদা তৎপর করা হয়েছে জরুরি পরিষেবাগুলিকে। ইতিমধ্যেই তাপপ্রবাহের কারণে সম্প্রতি সেখানে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্সের। শনিবার ভোরে ফ্রান্সের গিরোন্দে এলাকা থেকে ১২ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানকার স্থানীয় প্রশাসন জানাচ্ছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর তাপমাত্রা অনেকটাই বেড়েছে ওই এলাকায়। তাপের প্রভাব এতটাই বেশি যে ত্বকে ফোস্কা পড়ে যাচ্ছে বেশির ভাগ মানুষের। ফ্রান্সের গিরোন্দে এলাকায় ১০ হাজার হেক্টরের বেশি বনভূমি জ্বলছে। ফ্রান্সের পাশাপাশি পর্তুগাল ও স্পেনেও দাবানল ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, প্রায় এক হাজারের বেশি দমকল কর্মী আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এখনই আগুন নিয়ন্ত্রণ করা না গেলে তা ছড়িয়ে পড়বে। পুড়ে ছাই হয়ে যাবে বিশাল এলাকা। তাই এখন আগুন নিয়ন্ত্রণে আনাই সব থেকে বড় লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =