অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় জনতার দখলে রাষ্ট্রপতিভবন, বাসভবন ছেড়ে পালালেন প্রেসিডেন্ট রাজাপক্ষে

গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে ঢুকে পড়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন এখন জনতার দখলে। প্রাণ ভয়ে বাসভবন ছেড়েছেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শনিবার দুপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় বিক্ষোভকারীরা। দেশের এই অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি সরব হয়েছেন রাজাপক্ষের দলেরই ১৬ সাংসদ। সবমিলিয়ে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। উল্লেখ্য, দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে দেশবাসী। আর্থিক ভাবে ধুঁকতে থাকা দেশের পথে পথে চলছে বিক্ষোভ। কাঁদানে গ্যাসের গোলা ছুড়েও থামানো যাচ্ছে না বিক্ষোভ।

সে দেশের বর্তমান অর্থনৈতিক ডামাডোলের জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের (Sri Lanka President Gotabaya Rajapaksa) পদত্যাগের দাবিতে সরব জনগণ। প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে পারে তারা, এই আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানীতে কার্ফু জারি করা হয়েছিল। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিল পুলিশ-সেনা। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন গোতাবায়া। সূত্রের খবর, সেনার সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।

এদিন দুপুরে গড়াতেই  হাতে পতাকা নিয়ে কাতারে কাতাকে আন্দোলনকারীরা নিরাপত্তার বলয় ভেঙে রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়েন। দখল নেন প্রাসাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের সুইমিং পুলে নেমে পড়েছেন বিক্ষোভকারীরা। ঘরেরও দখল নিয়েছেন তাঁরা। কিন্তু এখনও নিজের পদ ছাড়তে নারাজ গোতাবায়া রাজাপক্ষে। ফলে এই ডামাডোল আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =