কলকাতা: বর্ষাকালেও গ্রীষ্মের মতো পরিস্থিতি তিলোত্তমায়! ভারী বৃষ্টি তো হচ্ছেই না, উল্টে বাড়ছে গরম। ভারী বৃষ্টির জন্য হাপিত্যেশ করে অপেক্ষা করে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা। কিন্তু, বরুণদেবের কৃপা মিলছে না। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও, বৃষ্টি হচ্ছে সাময়িকের জন্য। ফলে বৃষ্টির অভাব থেকেই যাচ্ছে, বৃষ্টি থামতেই বাড়ছে গরম। রোদের তেজও থাকছে যথেষ্ট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা ও আশপাশের জেলায় এখনই ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আপাতত হালকা বৃষ্টিই হবে শহরে।
বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ, মাঝেমধ্যেই আবার আকাশ ঢেকে যায় কালো মেঘে। কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। রোদ উঠতেই ফের গুমোট গরম অনুভূত হয় তিলোত্তমায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম অর্থাৎ ৩১.০ ডিগ্রি সেলসিয়াস।