কুলুতে খাদে বাস পড়ে নিহত কমপক্ষে ১৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। নিহতদের মধ্যে স্কুলপড়ুয়াও রয়েছে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুর এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও।

 

জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ হিমাচল প্রদেশের কুলুর (Kullu) নেওলি-শানসের রোড দিয়ে ওই বেসরকারি বাসটি যাচ্ছিল। সাইঞ্জ উপত্যকার কাছে জংলা এলাকায় বিপত্তি। বাসটি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায়। বাসটি একেবার দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানান, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। নিহতদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =