রক্তদানের র্বাতা দিতে সাইকেলে দেশ ভ্রমণ করলেন হুগলির জয়দেব রাউত

ইচ্ছে থাকলেও রক্তদান নিয়ে এখনো সাধারণ মানুষের মনে একটা ভয় ও কুসংস্কার আছে। এবার সেই কুসংস্কার ও ভয় দূর করার লক্ষ্যে এবং যুবসমাজকে রক্তদানে উৎসাহিত করার জন্য সাইকেলে করে কার্যত সাগর থেকে পাহাড় ভ্রমণে বের হলেন ‘সাইকেল ম্যান অফ রক্তদান ইন্ডিয়া’-র জয়দেব রাউত। জয়দেব বাবু হলেন ‘ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া’-র ব্রান্ড সাইকেল রাইডার। একদল শুভানুধ্যায়ী মানুষের শুভেচ্ছাকে পাথেয় করে গত ৭ জুন তিনি সাইকেলে চেপে কলকাতার রক্তভবন থেকে যাত্রা শুরু করেন। গন্তব্যস্থল উত্তরবঙ্গ। বন্যা জনিত কারণে সফর সংক্ষিপ্ত করে তিনি শিলিগুড়ি থেকে পুনরায় দক্ষিণবঙ্গের দিকে রওনা দেন। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, বীরভূম হয়ে বর্ধমান হয়ে হুগলি জেলা হয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দেন। জানা গিয়েছে, দেশের মোট ২০ টি রাজ্যে তিনি রক্তদানের আহ´ানে ভ্রমণ করেছেন।
জয়দেব বাবু প্রতিদিন গড়ে ৫০-৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্থায়ী সদস্য জয়দেববাবু হুগলির চাঁপদানির বাসিন্দা। তিনি স্থানীয় একটি জুটমিলের ‘নো ওয়ার্ক নো পে’ ভিত্তিক অস্থায়ী কর্মী। মাত্র আঠারো বছর বয়সে ফুটবল খেলতে গিয়ে পেটে মারাত্মক আঘাত পান। জরুরি ভিত্তিক অপারেশনের জন্য চার বোতল রক্তের প্রয়োজন হয়। এই রক্ত সংগ্রহ করতে গিয়ে তার পরিবারের সদস্যরা চরম সংকটে পড়ে। এই ঘটনা তার মনে আমূল পরিবর্তন আনে। দেশের যুব সম্প্রদায়কে স্বেচ্ছায় রক্তদান করার আহ´ান জানিয়ে তিনি সাইকেলে চেপে বেরিয়ে পড়েন। শুধু তাই নয় নিজেও ইতিমধ্যে ৩৯ বার রক্তদান করেছেন। সবমিলিয়ে তাঁর এই মানবিক কাজের প্রশংসা করেছে হুগলি জেলার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =