কলকাতা: কলকাতায় ফের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। শুক্রবার সকালে পর্ণশ্রী থানা এলাকার মায়া দাসী রোডের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। মায়ের সঙ্গে অশান্তির জেরে এই ঘটনা কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
গত জুন মাসেই মায়ের বকাবকির জেরে এমনই কাণ্ড ঘটিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়া কসবার সোহম বসু।ঘর থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ।
শুক্রবার সকাল ৬ টা পর্ণশ্রীতেও ঘর থেকে উদ্ধার করা হয় ছাত্রীর দেহ। একুশ বছর বয়সি ওই কলেজ ছাত্রীর নাম সুদেষ্ণা ভৌমিক। নিউ আলিপুর কলেজের প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা করছিলেন। জানা গিয়েছে, সকালে অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরেও কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না সুদেষ্ণার। এরপর দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায় ঘরের ভিতরে সিলিং থেকে ঝুলছে সুদেষ্ণার দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে সুদেষ্ণার দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বাড়িতে সুদেষ্ণার সঙ্গে তাঁর মায়ের বিগত কয়েকদিন ধরেই সমস্যা চলছিল। সেই মনমালিন্য থেকেই যুবতি এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছে না পরিবারের লোকেরা। কীভাবে ঘটনাটি ঘটল তা জানার জন্য পুলিশ মৃত কলেজ ছাত্রী সুদেষ্ণার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে।
এলাকাবাসীদের একাংশ বলছেন, রাতেও মায়ের সঙ্গে একপ্রস্থ মনোমালিন্য হয়েছিল যুবতীর। মায়ের কাছে বকাবকি খাওয়ার কারণেই ওই কলেজ যাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে ওই বাড়ির নীচে একটি পরিবার ভাড়া থাকে। সেই পরিবারের এক মহিলা অবশ্য জানাচ্ছেন, গতরাতে কোনও চিৎকার বা ঝামেলার শব্দ শুনতে পাননি তিনি।