মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী হলেন ফড়নবিশ

মহারাষ্ট্রের কুর্সিতে বসলেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শিবসেনার বিদ্রোহী নেতা। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।সূত্রের খবর, অমিত শাহ, নাড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়েছেন ফড়নবিশ।

মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর শিন্ডে বলেন, ‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন।’ ফড়নবিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে বলেছেন, ‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফড়নবিশ। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।’

মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিয়েছেন একনাথ শিন্ডেকে। নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতেও না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। টুইট করে ফড়নবিশের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নাড্ডা। বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফড়নবিশকে। ওঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফড়নবিশ।’

তিনি আরও বলেছেন, ‘মহাবিকাশ অঘাড়ি সরকার রোজ হিন্দুত্বকে অপমান করেছে। শেষ দিন ওরা ঔরঙ্গাবাদের নাম বদলের কথা বলেছে। কিন্তু যখন আপনার কাছে রাজ্যপালের চিঠি থাকে, তখন মন্ত্রিসভার বৈঠক করা ঠিক নয়। এক দিকে, দাউদ ইব্রাহিমের বিরোধিতা করেছে শিবসেনা। অন্য দিকে, মন্ত্রিসভায় এমন এক জনকে জায়গা দিয়েছে, যিনি দাউদকে সাহায্যের অভিযোগে জেলে গিয়েছিলেন। ওরা এমন কারও সঙ্গে জোট করেছিল, যারা সাভারকারকে অপমান করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =