গত তিন মাস আগে ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা বড় ভাই ইব্রাহিম শেখ, সেজো ভাই আলমাস শেখ, ছোট ভাই আশারাফুর শেখ রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন ভিন রাজ্যে। কেরলের তিরুলে রাজমিস্ত্রির কাজে যোগ দিতে গিয়েছিলেন তারা। মেজ ভাই ইব্রাহিম শেখ, বাথরুমে গেলে পায়খানার চেম্বারের পকেটে থাকা তার মানি ব্যাগ পড়ে যায়। যখন তিনি জানতে পারেন যে তাঁর মানি ব্যাগ চেম্বারে পড়ে গিয়েছে, অপর দুই ভাইকে তিনি বিষয়টি জানান। চেম্বারে ঢাকনা খুলে সেই টাকা উদ্ধার করতে গেলে কোনও কারণবশত সেজ ভাই ও ছোট ভাই পায়খানার চেম্বার পড়ে যায়। মেজো ভাই বিষয়টি অন্যান্য ছেলেদেরকে বলেন। পরে স্থানীয় থানার পুলিশ এসে তাদেরকে ওই চেম্বার থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্ত করে পশ্চিম বাংলার উদ্দেশ্যে রওনা দেবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় ভাতারের এরুয়ার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা শেখ মেহের জানান, খবর পাওয়া মাত্রই আমাদের বিধায়ক মান গোবিন্দ অধিকারী এসেছিলেন। ওই দুই ভাইয়ের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে ফেরাতে তিনি উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক।