হাসপাতালের যত্রতত্র আবর্জনা, এলাকা পরিষ্কার করালেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে জঞ্জালের স্তূপ এবং নিকাশি নালার আবর্জনা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। মেডিক্যাল কলেজ চত্বর এলাকায় এদিন চেয়ারম্যানের উপস্থিতিতেই সাফাই অভিযান চালানো হয়। পাশাপাশি দ্রুত মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকার নিকাশি নালার পরিচ্ছন্নতার কাজের নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। সোমবার সকালে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান চালানো হয়। এরপরই হাসপাতাল চত্বর পরিদর্শনে আসেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। হাসপাতাল চত্বর পরিদর্শন করার পাশাপাশি তিনি বিভিন্ন নিকাশি নালা পরিদর্শন করেন। স্থানীয় দোকানদাররা নিকাশি নালায় বিভিন্ন নোংরা আবর্জনা ফেলায় এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, এদিন সকাল থেকেই মেডিক্যাল কলেজ চত্বর জুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হয়। তার পাশাপাশি হাসপাতালের সামনে দোকানদাররা নোংরা আবর্জনা ফেলে নিকাশি নালাগুলি বন্ধ করে ফেলেছে তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে মানুষ যদি সচেতন না হয় তাহলে বারবার পরিচ্ছন্নতার কাজ করেও কিছু লাভ হবে না। তবে এবার থেকে যদি এভাবে মেডিক্যাল কলেজ সংলগ্ন হোটেলগুলোতে দোকানদারেরা যত্রতত্র আবর্জনা ফেলে ভরাট করার চেষ্টা করে, তাহলে পুরসভা আইনগত ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nineteen =