গুজরাত দাঙ্গায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, আটক সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়

গুজরাত দাঙ্গার ঘটনায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে খারিজের পর দিনই সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়কে আটক করল গুজরাত সন্ত্রাস দমন বাহিনী (Anti Terrorists Squad)। মুম্বইয়ে সমাজকর্মীকে আটক করা হয়েছে বলে খবর। তাঁকে আটক করে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে আমদাবাদে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।

উল্লেখ্য শনিবার সকালেই এই প্রসঙ্গে শাহ বলেন, ‘২০০২ সালের দাঙ্গার পর তিস্তা শেতলওয়াড়-সহ কিছু এনজিও, বিরোধী ও রাজনৈতিক স্বার্থে আগ্রহী সাংবাদিকরা সমস্ত মিথ্যা রটনা করেছে। গোধরার পর যে হিংসা হয় তা থামাতে সেনা নামতে দেরি করেনি গুজরাত সরকার।’

জানা যাচ্ছে, তাঁর এনজিও সংক্রান্ত এক মামলাতেই জিজ্ঞাসাবাদ করতে এই আটকের সিদ্ধান্ত। শুক্রবারই সুপ্রিম কোর্ট গুজরাত দাঙ্গা (Gujarat Riots) মামলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুনরায় তদন্ত করার আরজি খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে যারা ২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে উস্কানি দিচ্ছিল তাদের ভর্ৎসনা করে শীর্ষ আদালত। তিস্তার স্বেচ্ছাসেবী সংস্থাটি ওই দাঙ্গায় আক্রান্তদের নিয়ে কাজ করে। মনে করা হচ্ছিল, শুক্রবার সুপ্রিম কোর্ট ওই সংস্থার দিকেই ইঙ্গিত করেছে।

শনিবার সকালেই তিস্তার বিরুদ্ধে গুজরাত দাঙ্গা নিয়ে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, প্রয়াত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির (Zakia Jafri) করা মামলাটি যুক্তিগ্রাহ্য নয় বলেই মত শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের। ওই মামলার যৌথ পিটিশন দাখিলকারী ছিলেন তিস্তা। শুক্রবার মামলাটি খারিজ হওয়ার পর শনিবারই দুপুর তিনটে নাগাদ তিস্তাকে আটক করল গুজরাত পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =