স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার মা ও ছেলে

নদিয়া: স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি (Group D) পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। অভিযোগ, মুর্শিদাবাদের যুবক সমীরণ ঘোষ ২০২১ সালে কয়েক দফায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা দেয় চাকরির জন্য। এরপর বিশ্বাস অর্জনের জন্য নিয়োগপত্র থেকে শুরু করে পরিচয় পত্র এবং তিন মাস নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ট্রেনিং করানো হয়। এরপর কাজে স্থায়ী নিয়োগের নাম করে দীর্ঘদিন ধরে ঘোরানো হচ্ছিল এমনটাই অভিযোগ অভিযোগকারীর। এরপর সমস্ত ডকুমেন্টসগুলো স্বাস্থ্য দপ্তরে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জানানো হয় পুরোটাই ভুয়ো। এর পরেই তারা প্রতারণার অভিযোগ তুলে চারজনের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ অনিতা সরকার ও তার ছেলে হিমাচল সরকারকে গ্রেপ্তার করে। এদের বাড়ি চাকদা থানার চরসরাটি এলাকায়।
পাশাপাশি প্রশ্ন উঠছে এই ভুয়ো নিয়োগপত্র নিয়ে কি করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ট্রেনিং করানো হল।
যদিও এ বিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =