অজিতকে চোখের জলে বিদায়, মুখাগ্নি দুই ছেলের

বারামতী : বিমান দুর্ঘটনায় অকালেই প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে বৃহস্পতিবার চোখে জলে বিদায় জানানো হল। অজিত পওয়ারের ছেলে পার্থ এবং জয় বারামতীতে তাঁদের বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রমুখ। অজিত পওয়ারের স্ত্রী এবং রাজ্যসভার সাংসদ সুনেত্রা পওয়ার তাঁর স্বামীর অকালপ্রয়াণে শোকাহত।

বারামতীতেই রাজনৈতিক জীবনের শুরু। বিমান দুর্ঘটনায় সেখানেই ইহজীবনের ইতি। আর বৃহস্পতিবার বেলায় সেই বারামতীতেই শেষকৃত্য সম্পন্ন হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। সকাল ১১টায় বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শুরু হয়।

বুধবার সন্ধ্যায় বারামতীর একটি মেডিক্যাল কলেজ থেকে অজিতের মরদেহ পুণে জেলার বিদ্যা প্রতিষ্ঠান চত্বরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এনসিপি কর্মীরা তাঁকে শেষশ্রদ্ধা জানান। তারপর অজিতের কফিনবন্দি দেহাংশ ফুলে ঢাকা শকটে চাপিয়ে নিয়ে যাওয়া হয় তাঁর কাটেওয়াড়ির বাড়িতে।

সেখানে এনসিপি নেতাকে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যেরা। সকাল ৯টা নাগাদ ওই শকট জিডি মদগলকর সভাগৃহের দিকে রওনা দেয়। সেখান থেকে শেষযাত্রা শুরু হয়ে শেষ হয় বিদ্যা প্রতিষ্ঠান মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =