কলকাতা : নাজিরাবাদের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়লো। বুধবার উদ্ধারকাজ চালানোর সময়ে মোমোর গুদাম সংলগ্ন অন্য গুদামের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় আরও তিন জনের দেহাংশ।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও বেশ কয়েক জন নিখোঁজের খবর মেলেনি। তাই অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত ওই তিনটি দেহাংশ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আগুন নেভার পর গোডাউনের ভিতর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক নিখোঁজদের দেহ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রায় ২৫-৩০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ১৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মৃত ও নিখোঁজের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি৷

