বাংলার তিন প্রধান ক্লাবে বিএসএলের ট্রফি 

গ্রুপ পর্ব শেষ করে এবার নকআউট পর্যায়ের লড়াই বেঙ্গল সুপার লিগে। তার আগে ইস্টবেঙ্গল মাঠে হয়ে গেল চারটি সেমিফাইনালে ওঠা দলকে নিয়ে সাংবাদিক সম্মেলন। জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ,  হাওড়া-হুগলি ওয়ারিয়র্স, সুন্দরবন অটো বেঙ্গল এফসি এবং নর্থ ২৪ পরগণা এফসি। চার দলের প্রতিনিধিরাই ট্রফি জয়ের শপথ নিল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল মাঠে। বিএসএল ট্রফি নিয়ে ফটোশুটও হল। এরপর বাংলার আরও দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং তাঁবুতেও যাবে এই বিএসএল ট্রফি। তারপর রাখা হবে কল্যাণী স্টেডিয়ামে, যেখানে বিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল প্রাক্তনী ভাস্কর গাঙ্গুলি ও আলভিটো ডি’কুনহা। বিএসএল কমিটির প্রাঞ্জল ব্যানার্জিও উপস্থিত ছিলেন। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কোচ জোসে ব্যারেটো বলেন, “গ্রুপ পর্যায়ে ভালো লড়াই হয়েছিল। খুব ঘনঘন ম্যাচ ছিল, রিকভারির জন্য কম সময় ছিল। খেলোয়াড়েরা তার মধ্যেই লড়াই করে ম্যাচ খেলেছে। নকআউট পর্যায়ে তারাই বাজিমাত করতে পারে যারা সাহসী, মনোযোগী এবং মানসিক ভাবে প্রস্তুত থাকে। আমরা সেই লক্ষ্যেই তৈরি আছি।”
প্রথম লেগ সেমিফাইনালে ২৮ জানুয়ারি ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হবে জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ এবং নর্থ ২৪ পরগণা এফসি। একই দিনে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে সুন্দরবন অটো বেঙ্গল এফসি এবং হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =